Some techniques to maintain a good relationship with your mother-in-law:
1. Don’t become the mistress of the family right after marriage because your mother-in-law has created this family, so if you make her your own, then everything is yours.
2. When you want to cook, ask your mother-in-law to cook, if necessary, cook her favorite food.
3. Instead of spending time alone during your free time, try to find out what happened after your marriage with your mother-in-law, this will help your mother-in-law to revisit all the old memories and create a friendly relationship between you.
4. Gifting some Islamic books by good mothers-in-law to your mother-in-law can be very beneficial.
5. When you go shopping for yourself, buy some for your mother-in-law as well, she will be very happy.
6. Sit down and eat with your mother-in-law.
7. Put oil on your mother-in-law’s hair and comb her hair.
8. Compliment your mother-in-law by telling her in the name of your mother-in-law and you will see that your heart will melt.
9. If your mother-in-law scolds you in anger, keep quiet, you will see that when the anger subsides, she will speak on her own. If you get involved in arguments, the quarrel will increase.
10. If your mother-in-law is sick, take your mother-in-law’s permission when you go out of the house. When you return home, buy your mother-in-law’s favorite food from outside.
11. Compliment everyone in your family to the people around you, Insha Allah, everyone will love you.
12. And erase these ideas that your mother-in-law is never a mother. Not all people are the same, so learn to adapt. If you like it.
শাশুড়ীকে সাথে সম্পর্ক ভালো রাখার কিছু টেকনিক :
১.বিয়ের পর পরই সংসারের গিন্নী হতে যাবেন না কারন এই সংসার টাকে তৈরি করেছে আপনার শাশুড়ি তাই তাকে নিজের আপন করে নেন তাহলে সবি আপনার।
২.রান্না করতে গেলে শাশুড়িকে জিজ্ঞাসা করে রান্না করুন,প্রয়োজনে তার পছন্দের খাবার রান্না করুন।
৩.অবসর সময়ে একা সময় না কাটিয়ে শাশুড়ির সাথে তার বিয়ের পরের কথাগুলো জানতে চান,এতে আপনার শাশুড়ি পুরোনো সব স্মৃতিতে ঘুরে আসতে পারবে আপনাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে।
৪.ভালো শাশুড়িদের কিছু ইসলামিক বই শাশুড়িকে উপহার দেন তাহলে অনেকটা উপকার হতে পারে।
৫.নিজের জন্য কিছু শপিং করতে গেলে শাশুড়ির জন্যও কিনে আনুন দেখবেন খুব খুশি হবে।
৬.শাশুড়ির সাথে একসাথে বসে খাওয়া দাওয়া করুন।
৭. শাশুড়ির চুলে তেল দিয়ে দেন,চুল আচড়িয়ে দেন।
৮. শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে আপনার মায়ের কাছে শাশুড়ির নামে ইনিয়ে বিনিয়ে প্রশংসা করুন দেখবেন মন গলে যাবে।
৯.শাশুড়ী রেগে বকা দিলে চুপ করে থাকুন,দেখবেন রাগ কমে গেলে নিজ থেকেই কথা বলবে।তর্কে জড়ালে ঝগড়া বাড়বে।
১০.শাশুড়ী অসুস্থ হলে সেবা করুন,বাড়ি থেকে বাইরে গেলে শাশুড়ির অনুমতি নেন।বাসায় ফিরলে বাহির থেকে শাশুড়ির প্রিয় খাবার কিনে আনুন।
১১.আশেপাশের মানুষের কাছে শশুর বাড়ির সবার সম্পর্কে প্রশংসা করুন ইনশাআল্লাহ সবাই ভালোবাসবে।
১২. আর শাশুড়ী কখনো মা হয় না এসব ধারনা মুছে ফেলুন।সব মানুষ এক রকম না তাই মানিয়ে নিতে শিখুন। যদি ভালো লাগে।